আজকের শিরোনাম :

হজে যেতে পাসপোর্টের মেয়াদ লাগবে ২০২০ পর্যন্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৭

চলতি বছর হজে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের মেয়াদ ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকা বাধ্যতামূলক করছে ধর্ম মন্ত্রণালয়। এমন একটি সংক্রান্ত বার্তা দিয়ে সকল মোবাইল অপারেটরে ক্ষুদে বার্তা পাঠাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

এমন নির্দেশনা দিয়ে সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি বিটিআরসিতে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, '২০১৯ সালে হজে যাওয়ার জন্য ১০ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকা বাধ্যতামূলক। দ্রুত পাসপোর্ট করুন, হজ অফিস’ -এমন খুদে বার্তা সকল মোবাইল অপারেটরে প্রচার করতে বিটিআরসির চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে পবিত্র হজ পালন করতে ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ৩৩ হাজার ৯৯০ জন মুসলিম প্রাক নিবন্ধন করেছেন।

জানা গেছে, এদিকে সৌদি সরকারের সঙ্গে হজ পালন বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের 'হজ কোটা চুক্তি' হয়ে গেছে। এই চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজ পালন করতে পারবেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ