আজকের শিরোনাম :

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা বিশ্বে রোলমডেলে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০১৮, ০০:৪৭

ঢাকা, ২৮ মে, এবিনিউজ : বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা বিশ্বে রোলমডেলে পরিণত হয়েছে বলে উল্লেখ করে  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশে উৎপাদিত ওষুধসহ বিভিন্ন রোগের ভ্যাকসিন সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে। এসব ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রশংসা কুড়িয়েছে। সর্বশেষ বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নয়নের কথা শুনে অবাক হয় বিশ্ববাসী।’

রবিবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর দেশে স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃত পেয়েছে। সামনের দিনগুলোতেও আমরা এ সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে চাই।

‘সম্প্রতি বিশ্বের অন্যতম প্রাচীন মেডিকেল জার্নাল দ্য লানসেটে প্রকাশিত এক গবেষণা জরিপে ‘বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান ভারত ও পাকিস্তানের চেয়ে উন্নত’ বলে স্বীকৃতি দেয়া হয়েছে। এটিই নয় বিশ্বের বিভিন্ন সংস্থা বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে মডেল ধরে নিয়ে কাজ করছে,’- যোগ করেন নাসিম।

স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ইকবাল অার্সনালের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক দূর এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অনেকগুলো বিষয় সারাবিশ্বে অনুকরণীয় হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবার উন্নয়ন ও যুগোপযোগী করার লক্ষে দেশে নতুন করে দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করতে যাচ্ছেন। তার দৃঢ়তার কারণে ৫০০ শয্যার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কাজ প্রায় শেষ। এটি চালু হলে বিশ্বের বুকে স্বাস্থ্যখাতের আরেকটি বড় মাইলফলকে পা রাখবে বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক বলেন, ‘আমরা দ্বিতীয়বার ক্ষমতায় এসে বাংলাদেশে স্বাস্থ্যসেবা উন্নয়নের রূপরেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করেছিলাম, যার ফল পাচ্ছে দেশবাসী। স্বাস্থ্যসেবার উন্নয়ন অনেক দূরে এগিয়ে নিতে চিকিৎসকদের ঐক্যবদ্ধ হতে হবে।’

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ