আজকের শিরোনাম :

কোটার দাবিতে শাহবাগের অবরোধ প্রত্যাহার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ২০:১৭

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের আশ্বাসে শাহবাগের অবরোধ তুলে নিয়েছে সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে আন্দোলনকারী মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।  পরে অবরোধ তুলে নিয়ে তারা মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এর আগে মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এর আগে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

পরে বিলেক ৪টা ৪০ মিনিটের দিকে অবরোধ স্থলে গিয়ে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী জনভোগান্তি সৃষ্টি না করে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানান। কোটা বহালের দাবি তারা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলেও জানান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান সাংবাদিকদের বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে মুক্তিযোদ্ধা কোটার দাবিতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অবস্থান নিয়েছেন। অবরোধের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ