আজকের শিরোনাম :

দুর্নীতির বিষয়ে 'জিরো টলারেন্স' : পরিকল্পনামন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ২১:০২

সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, দুর্নীতির বিষয়ে সব ক্ষেত্রে জিরো টলারেন্স জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এটা বাস্তবায়ন করা গেলে দেশের সার্বিক উন্নয়নে সব প্রতিবন্ধকতা দূর হবে। আজ জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমাদের দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, অদূর ভবিষ্যতে উন্নত দেশের কাতারে যেতে খুব বেশি দেরি নেই। এমন সময়ে আমাদের নিজেদেরই সমাজের বৈষম্য দূরীকরণে, সুখী-সমৃদ্ধশালী জীবনের লক্ষ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য নতুন নতুন সম্পদ সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান প্রমুখ।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ