আজকের শিরোনাম :

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ১৯:৫২

নতুন মন্ত্রিসভা প্রথম বৈঠকে বসছে সোমবার (২১ জানুয়ারি)। মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা (তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার-সমন্বয়) আসাদুজ্জামান খান রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে ব্রিফিং করবেন।’

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ই হবে প্রথম বৈঠকের মূল বিষয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিক-নির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ৭ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।

এববিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ