আজকের শিরোনাম :

বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ২১:২৮

নতুন সরকার গঠনের মাস না পেরোতেই প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন শুরু করছেন। আগামী ১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় তিনি পরিদর্শন করবেন বলে জানা যায়।

টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা গত ৭ জানুয়ারি শপথ গ্রহণের পর নতুন মন্ত্রিসভা গঠন করেন। নতুন মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা ৪৬ জন। প্রধানমন্ত্রী নিজের হাতে রেখে রেখে দেন ছয়টি মন্ত্রণালয়।

কর্মকর্তাদের বক্তব্য অনুসারে, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়সমূহে পরিদর্শনে এলে কাজের গতিবৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও গতি পায়।

১৭ জানুয়ারি থেকে শুরু করে বেশ কয়েকটি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী সূচি চূড়ান্ত করেছেন বলে জানা যায়।


এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ