আজকের শিরোনাম :

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে: আন্তর্জাতিক পর্যবেক্ষক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৯

অতীতের চাইতে অনেকাংশেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইলেকশন মনিটরিং ফোরাম আমন্ত্রিত আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এমন মত দিয়েছেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে ও নির্বাচন কমিশনের প্রচেষ্টায় এটি একটি প্রভাবমুক্ত নির্বাচন।

ইলেকশন মনিটরিং ফোরাম অর্ন্তভুক্ত কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও কানাডা থেকে আমন্ত্রিত পর্যবেক্ষকরা জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ২৪টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। পরে তারা জানান, ভোটকেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে এ দেশের জনগণ।

নির্বাচনকে ঘিরে বিভিন্ন সহিংসতায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। এই নির্বাচনের যে শান্তিপূর্ণ পরিস্থিতি তারা দেখেছেন তা তাদের নিজ দেশেও অবগত করা হবে বলেও জানান পর্যবেক্ষক দলটি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ