আজকের শিরোনাম :

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার নিরঙ্কুশ বিজয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:০১

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২৯ হাজার ১২৩ ভোট পেয়েছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী এস এম জিলানী ধানের শীষ প্রতীক পেয়েছেন মাত্র ১২৩ ভোট। 

এর আগে সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। 

সকালে ভোট গ্রহণ শুরুর পর রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এসময় তিনি বলেন, 'আমরা সহিংসতা চাই না। শান্তিপূর্ণভাবে জনগণ ভোট দিবে, ভোট তাদের মৌলিক অধিকার। সেই অধিকার তারা প্রয়োগ করবে, যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে।'

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ