আজকের শিরোনাম :

ক্ষমতার ধারাবাহিকতা থাকলে উন্নয়ন তরান্বিত হয়: শেখ হাসিনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৩

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ক্ষমতার ধারাবাহিকতা থাকলে উন্নয়ন তরান্বিত হয়। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লার জনসভায় বক্তব্য রাখেন তিনি। আবারো ক্ষমতায় আসলে দারিদ্র্য আরও ৫ ভাগ কমানোর প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিএনপি-জামায়াতের চরিত্রটাই হচ্ছে সন্ত্রাস-জঙ্গি, দশ ট্রাক অস্ত্রের চোরাকারবারি, এতিমের অর্থ আত্মসাৎ থেকে শুরু করে সবধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকা। তারা ক্ষমতায় আসলে দেশকে কিছুই দিতে পারবে না, তারা শুধু নিতেই পারে। তারা শুধু জঙ্গিবাদ-সন্ত্রাসী সৃষ্টি করতে পারে।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় এসে জঙ্গিবাদ-সন্ত্রাস, মাদক দূর করে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি দিতে চাই। আজকে যে উন্নয়নের যাত্রা শুরু করেছি সেটা যাতে অব্যাহত থাকে।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে এদেশের মানুষের উন্নয়ন করেছে, খাদ্য নিরাপত্তা দিয়েছে, প্রতিটি উপজেলায় একটি করে সরকারি স্কুল-কলেজ আমরা করে দিচ্ছি। প্রতিটি উপজেলায় ওয়ার্ক সার্ভিস স্টেশন করে দিচ্ছি। আমাদের ইশতেহারের শর্ত বাস্তবায়ন করে আমরা দেশকে আরও উন্নয়নের দিকে নিয়ে যেতে পারব। ইনশাআল্লাহ!’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ