আজকের শিরোনাম :

আরডিসির জরিপ

মহাজোট পাবে ২৪৮ আসন, ঐক্যফ্রন্ট ৪৯

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৯ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৪১

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) নামের একটি গবেষণা প্রতিষ্ঠান জরিপভিত্তিক এক ছায়াভোটের ফলাফল প্রকাশ করেছে। এতে অংশ নেওয়া ৬০ শতাংশ ভোটার আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আর বিএনপি ও ঐক্যফ্রন্টকে ভোট পেয়েছে ২২ শতাংশ। এই ভোটে ১০ শতাংশ মানুষ কাকে ভোট দেবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারেননি। ছায়া ভোটের ফলাফল বিশ্লেষণ করে আরডিসি জানিয়েছে, এবারের একাদশ জাতীয় নির্বাচনে মহাজোট ২৪৮টি আসন পাবে, ঐক্যফ্রন্ট পাবে ৪৯টি আসন এবং স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্যরা পাবে তিনটি আসন।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আরডিসির অর্থনীতিবিদ ফরেস্ট ই কুকসন জরিপের মাধ্যমে সংগৃহীত এই ছায়া ভোটের ফলাফল প্রকাশ করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই পরামর্শক জানান, আরডিসি গত ৯-১৬ ডিসেম্বর জরিপের মাধ্যমে এই ছায়া ভোট নেয়। এর উদ্দেশ্য ছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটারদের মতামত নেওয়া। ভোট জরিপে অংশ নেয় ২ হাজার ২৪৯ জন ভোটার। দেশের ৫১টি নির্বাচনী এলাকাতে এই ভোট-জরিপ চালানো হয়। গ্রামীণ নারী থেকে সেনাবাহিনীর সদস্য—সব শ্রেণি, পেশা ও বয়সের মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে।

ফরেস্ট ই কুকসন বলেন, দেশের প্রত্যেক অঞ্চলের ভোটারদের থেকে মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে। গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচনের আগে এই ধরনের ভোট নেওয়ার রেওয়াজ আছে।

তিনি আরও জানান, জরিপে অংশ নেওয়া ৯৮ শতাংশ ভোটার বলেছেন, তাঁরা একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ভোট দিতে চান। জরিপে আ’লীগের ৬০ শতাংশ ও বিএনপির পাওয়া ২২ শতাংশ ভোটের বাইরে জাতীয় পার্টির পক্ষে ভোট পড়েছে ৪ শতাংশ। আর ৩ শতাংশ ভোটার ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছে।

আরডিনির এই জরিপে ভোট দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলো সম্পর্কে মতামত দিয়েছে ভোটাররা। ফলাফলে আওয়ামী লীগকে ভালো বলেছে, ৬৪ দশমিক ৬ শতাংশ মানুষ এবং খারাপ বলেছে ৩ দশমিক ৫ শতাংশ মানুষ। বিএনপিকে ভালো বলেছে ২৭ দশমিক ৬ শতাংশ মানুষ এবং খারাপ বলেছে ১৮ দশমিক ২ শতাংশ মানুষ। জাতীয় পার্টিকে ভালো বলেছে ১৪ দশমিক ৯ শতাংশ এবং খারাপ বলেছে ১৫ দশমিক ৮ শতাংশ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ