আজকের শিরোনাম :

সেনাবাহিনীর নামে ভুয়া আইডি খুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ডিএমপি কমিশনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৩১

চাপে রাখার কৌশল হিসেবে প্রশাসনের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বনানীতে বড় দিন উপলক্ষে গির্জা পরিদর্শন শেষে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচনী পরিবেশ উপহার দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ এসময় অপপ্রচারে কান না দেয়ার পরামর্শ দেন তিনি।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘প্রশাসনকে চাপে ফেলতে অহেতুক, মনগড়া, ভিত্তিহীন অনেক অভিযোগ দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়াতেও নানা ধরনের গুজব রটানো হচ্ছে। অন্যান্য বাহিনীর সঙ্গে বিভেদ তৈরি করার জন্যও অনেক মিথ্যাচার করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর নামে ভুয়া আইডি খুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ