আজকের শিরোনাম :

নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ১৭:০৫

নির্বাচন ও সন্ত্রাস কখনও একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি আরো বলেন, কালো টাকা ব্যবহার করে কোনো প্রার্থী যেন নির্বাচিত হতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

আজ রবিবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেটে নির্বাচন কমিশন কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আগামী নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ জনগণের প্রত্যাশার প্রতিফলন বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার।

মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচন এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। নির্বাচনে ভীতিমুক্ত পরিবেশ ধরে রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘একজন ভোটার যেন নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারেন। এর বেশি আর কিছু চাওয়ার নেই।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ