আজকের শিরোনাম :

বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ১৭:২০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২০:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের ভাগ্য পরিবর্তন করতে আসিনি। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করাই আমাদের লক্ষ্য।  আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষ ভালো থাকবে, উন্নত জীবনযাপন করবে। আমরা চাই প্রত্যেকটি মানুষ খাদ্যের নিরাপত্তা পাবে।  প্রতিটি যুবকের কর্মসংস্থান হবে।

তিনি বলেন, আজকের বাংলাদেশ পিছিয়ে পড়া বাংলাদেশ নয়, আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে বর্তমান সরকার।   

প্রধানমন্ত্রী  আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। নৌকা মার্কায় ভোট চাই কারণ শুধু রাজধানী নয়, পুরো বাংলাদেশে উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।আগামীতে ক্ষমতায় গেলে দেশ গড়তে তরুণদের মেধা কাজে লাগাবো। স্বল্প আয়ের মানুষের জন্য ফ্ল্যাট করে দেব। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

আজ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর গুলশান-২ নম্বর ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

বিএনপির অভিযোগ করার প্রবণতারও সমালোনা করেন শেখ হাসিনা। “তারা শুধু অভিযোগ করে। তাদের কাজ প্রতিদিন শুধু নালিশ করা। নিজেরা অপকর্ম করবে, আমাদের নির্বাচনী অফিসে তারা আগুন দিয়েছে, ভেঙেছে, জ্বালিয়ে দিয়েছে, কর্মীদের হত্যা করেছে আবার নালিশ করছে। এটাই তাদের চরিত্র।
   
এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ