আজকের শিরোনাম :

আমি বুঝি না কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সিইসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩

নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

মঙ্গলবার( ১৮ ডিসেম্বর)  বিকেলে চট্টগ্রামে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি।

এ সময়  কে এম নূরুল হুদা বলেন, 'প্রার্থীরা পথসভা করেন, মাইক ব্যবহার করেন, পোস্টার ছাপান, পোস্টার বিলি করেন মানুষের কাছে যান কেউ কোনদিন তাদের বাধা দিয়েছে! তাই যদি না হয় তাহলে নির্বাচনে প্লেয়িং ফিল্ড আছে বা নাই এই প্রশ্নের অবকাশ নাই। এ কথা বার বার বলা হয় লেভেল প্লেয়িং ফিল্ড নাই। কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড নাই। কিসের ফিল্ড নাই। আমি বুঝি না। যারা কর্মকর্তারা আছেন তারা অত্যন্ত নিরপেক্ষ ভাবে নির্বাচনের দায়িত্ব পালন করবেন।'

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ