রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ঐক্যফ্রন্টের চিঠি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:৪৮

আগামী ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাক্ষাৎ চেয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ১০ সদস্যের একটি প্রতিদল তার সঙ্গে দেখা করতে চান বলে চিঠিতে উল্লেখ করা হয়। 

এখনো পর্যন্ত সেই চিঠির বিষয়ে রাষ্ট্রপতির দফতর থেকে কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গত ১৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়। রাষ্ট্রপতির দফরত থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে ভোটের বাকি আর মাত্র ১৪ দিন। এখন চলছে ভোটের প্রচার। বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে তাদের প্রার্থীরা প্রচারে নানাভাবে বাধার মুখে পড়ছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ