আজকের শিরোনাম :

একটু ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে: ইসি সচিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮, ২০:২৮

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব দলের অংশগ্রহণের পাশাপাশি একটি রাজনৈতিক সরকার রয়েছে। যে কারণে নির্বাচন বানচাল হওয়ার ভয়। সেই ভয়ের জন্য ভোটকেন্দ্র থেকে সাংবাদিকদের লাইভ টেলিকাস্ট ও মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আসতে পারে।

আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের জন্য গাইড লাইন তৈরি করা হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য গাইড লাইন রয়েছে। তবে সাংবাদিকদের জন্য এখনও কোনও গাইড লাইন নেই। একটি গাইড লাইন তৈরি করা হবে। আপনারা ইতোমধ্যে জেনেছেন, সাংবাদিকরা ভোটকেন্দ্রে যেতে পারবেন, ছবি তুলতে পারবেন। তবে লাইভ টেলিকাস্ট করা যাবে না। ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। অন্যরা উৎসাহিত হতে পারে।’

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়া, লাইভ টেলিকাস্টে নিষেধাজ্ঞা কেন? সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব হেলালুদ্দীন বলেন, ‘ভয়টা হলো, নির্বাচন যাতে বানচাল না হয়। এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে। সব দল অংশ নিচ্ছে, একটি রাজনৈতিক সরকার রয়েছে। স্বাভাবিকভাবে সবকিছু মাথায় রেখেই আমাদের এগুলো চিন্তাভাবনা করতে হচ্ছে।’

প্রার্থীদের অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রশ্নে তিনি বলেন, ‘আমরা প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে আমলে নিচ্ছি। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানাচ্ছি।’

মিরপুরে ড. কামালের গাড়িবহরে হামলার বিষয়ে কী নির্দেশনা দেওয়া হয়েছে, জানতে চাইলে ইসি সচিক বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবহিত হইনি। কোনও লিখিত অভিযোগ পাইনি।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ