আজকের শিরোনাম :

প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ১৩:৫০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকার ১৫টি আসনের প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হলো।

প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম। এ কার্যালয় থেকে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।
প্রতীক বরাদ্দের পরই প্রচার উৎসবে নেমে পড়েন প্রার্থীরা। তবে প্রচারের সময় যাতে আচরণ বিধিমালা লঙ্ঘন না হয়, সে জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ২৮ নভেম্বর। ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে জমা পড়ে ২ হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র প্রার্থীদের ৪৯৮টি মনোনয়নপত্র।

রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়ন বাতিল হয়েছিল, পরে তাদের মধ্যে ২৪৩ জন প্রার্থিতা ফিরে পান। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার প্রার্থিতা এখনো ফেরত পাননি। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় ৩ আসনেই তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেছেন রবিবার। আজ সোমবার এ নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ