আজকের শিরোনাম :

কাজে যোগ দিয়েই রোহিঙ্গা শিবির পরিদর্শনে ছুটলেন নতুন মার্কিন দূত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:১৬

রাষ্ট্রদূতের দায়িত্বে নিয়ে বাংলাদেশে এসেই আর্ল রবার্ট মিলার রোহিঙ্গা শরাণার্থী শিবির পরিদর্শনে ছুটলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন এ রাষ্ট্রদূত। কক্সবাজারে তিন দিনের সফরে গিয়ে রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন ও স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেছেন।

মিলারের এই সফর রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের গুরুত্বের বহিঃপ্রকাশ বলে বৃহস্পতিবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে।

বাংলাদেশকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার উল্লেখ করে রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্ব পরিচালিত হচ্ছে।

কক্সবাজারে প্রথম এই সফরে কোনারপাড়ায় গিয়ে ‘নো ম্যানস ল্যান্ডে’ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ করেন রবার্ট মিলার।

উখিয়া ও টেকনাফ উপজেলার রোহিঙ্গা শিবিরের স্বাস্থ্য ক্লিনিক, খাদ্য বিতরণ কেন্দ্র, পাচার রোধ ও দুর্যোগ আশ্রয় কেন্দ্র এবং শিক্ষাকেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি সেখানে চলমান ত্রাণ তৎপরতার ব্যাপকতা সম্পর্কেও ধারণা নেন তিনি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ