আজকের শিরোনাম :

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছেন বিমানবাহিনীর ৩৫৮ সদস্য

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ২০:১২

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের দেশের সম্মান অক্ষুণ্ণ রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসে, কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ রক্ষা মিশনে কন্টিনজেন্ট এর প্রতিস্থাপন হতে যাওয়া ব্যান এয়ারের সদস্যদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। একইসঙ্গে পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ শেষে সদস্যরা দেশে ফিরে আসবেন বলে আশা করেন বিমান বাহিনী প্রধান। 

এখন পর্যন্ত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর ৩টি ইউনিটে ৩শ ৫৮ জন সদস্য কাজ করে যাচ্ছেন। বিমান বাহিনী প্রধান জানান, গেলো সময়ে শান্তিরক্ষা ছাড়াও সামাজিক সুরক্ষা ও উন্নয়নে বাংলাদেশের সদস্যরা অংশ নিয়ে সুনাম অর্জন করেছে, যা সেসব দেশে মূল্যায়নও করেছে। আগামীতেও তা অক্ষুন্ন থাকার আশাবাদ ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ