আজকের শিরোনাম :

রাষ্ট্রপতির সঙ্গে সুদানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮, ২০:১৫ | আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২০:২৩

বাংলাদেশে নিযুক্ত সুদানের অনাবাসিক রাষ্ট্রদূত সিরাজুদ্দিন হামিদ ইউসিফ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, এ সময় রাষ্ট্রপতি চলমান রোহিঙ্গা সংকটে সামগ্রিক সাহায্য ও সহযোগিতার জন্য সুদানের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান।’ দু’দেশের মধ্যে বিরাজমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ ও সুদান সব সময় অভিন্ন মতামত ব্যক্ত করে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও সুদানের মধ্যে ব্যবসা ও বিনিয়োগের সম্পর্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তিনি বাংলাদেশ ও সুদানের মধ্যে সম্ভাবনার দিকগুলো কাজে লাগাতে এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন।

বাংলাদেশে অর্পিত দায়িত্ব সম্পন্ন করার জন্য রাষ্ট্রপতি সুদানী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। সুদানী রাষ্ট্রদূতের এই সাক্ষাতকালে বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

সুত্র : বাসস

 এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ