আজকের শিরোনাম :

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির মিথ্যা অভিযোগ: খাদ্যমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮, ১৯:১২ | আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৯:১৫

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিএনপি মিথ্যা অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

 আজ রবিবার (২৫ নভেম্বর) সকালে কেরাণীগঞ্জের ঘাটারচরে মুক্তিযুদ্ধের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন মন্ত্রী।

আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ঐক্যজোটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, 'আমরা ড. কামাল হোসেনকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে শ্রদ্ধা করতাম। সংবিধান প্রণেতা হিসেবে যার অবস্থান জাতির কাছে ছিল অত্যন্ত শ্রদ্ধার। তারাও আজকে বিএনপির সঙ্গে গাটছড়া বেঁধেছে এবং জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি গতকালকে বলেছে অফিসার্স ক্লাবে সরকারি কর্মকর্তারা সাজানো নির্বাচনের জন্য গোপন বৈঠক করেছে। তারা নিজেরা অপরাধী। বিভিন্ন সময় তারা এই ধরনের অপকর্ম নিজেরাই করেন। অহেতুক সরকারি কর্মকর্তাদের ওপর দোষ চাপিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে।’

 এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ