আজকের শিরোনাম :

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রকল্প অনুমোদনে ইসির নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ১৮:৫০

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উন্নয়ন প্রকল্প অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন ও ত্রাণ বিতরণ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে নির্বাচন কমিশন।

এর আগে সকালে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ পর্যবেক্ষণকারী সংস্থাগুলোকে হুশিয়ারি দিয়ে বলেন, পর্যবেক্ষণ রিপোর্ট জমা দেয়ার আগে কোন পর্যবেক্ষক গণমাধ্যমে মন্তব্য করতে পারবেনা, মন্তব্য করলে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হবে।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন পর্যবেক্ষক গণমাধ্যমে কোনো মন্তব্য করতে পারবেন না। লাইভ সম্প্রচারেও অংশ নিতে পারবেন না। তিনি এমন কোনো আচরণ করবেন না যাতে করে বোঝা যায় পক্ষপাতিত্ব করছেন।

তার আগে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে সরকারি দলের পক্ষে ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ করে নির্বাচন কমিশনে চিঠি দেয় বিএনপি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ