আজকের শিরোনাম :

৬ লাখ টন আমন চাল সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ১৯:১০

৬ লাখ টন আমন চাল সংগ্রহ করবে সরকার।  আজ রবিবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।  এ সংগ্রহ অভিযান আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

কেজিপ্রতি ৩ টাকা কমিয়ে থেকে এবার দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।

এ বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, এবার উৎপাদন খরচ কম এবং উৎপাদন বেশি হওয়ায় এ দাম নির্ধারণ করা হয়েছে।  তিনি আরও বলেন, এই মুহূর্তে দেশে খাদ্য মজুদের পরিমাণ সর্বোচ্চ।

এ সময় এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘প্রতি কেজি ৩৬ টাকা দরে আমনের সিদ্ধ চাল ৬ লাখ টন আমরা কিনবো। বাজার পরিস্থিতি বিবেচনা করে আরসি ডিলারদের সঙ্গে কথা বলে সব পরিস্থিতি বিবেচনা করে ৩৬ টাকা ধরেছি চালের দাম। আমাদের মূল্যে কৃষকরা লাভবান হবে।’

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ