আজকের শিরোনাম :

সুষ্ঠু-অবাধ নির্বাচনের প্রস্তাব উঠছে ইইউ পার্লামেন্টে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ১৭:২২

সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাব উঠছে পৃথিবীর সর্ববৃহৎ সংসদ ইউরোপিয়ান পার্লামেন্টে। আসন্ন নির্বাচন যাতে নিরপেক্ষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে হয় সেই আহবান সম্বলিত দাবিটি নিয়ে বিতর্ক হবে ১৫ নভেম্বর বৃহস্পতিবার। 

সপ্তম বারের মত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে বিতর্ক হবে। বিশ্লেষকরা আশা করছেন ইউরোপিয়ান পার্লামেন্টে সংসদ সদস্যদের বিতর্কে বাংলাদেশের সংকট সমাধানের পথ সুগম হবে।

জানা গেছে, ইইউ পার্লামেন্টর প্রত্যেকটি গ্রুপ ইতিমধ্যে আলাদা আলাদা খসড়া প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র ও আসন্ন নির্বাচন সংক্রান্ত প্রস্তাব পার্লামেন্টে জমা দিয়েছেন।

সব রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য সংসদ নির্বাচন আর চলমান  রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে বিতর্ক হবে। নির্ধারিত ডিবেট এর শিরোনাম রয়েছে-হিউম্যান রাইটস সিটুয়েশন ইন বাংলাদেশ(২০১৮/২৯২৭(আরএসপি)। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ