আজকের শিরোনাম :

নিজেদের প্রতীকে নির্বাচন করতে ইসিকে গণফোরামের চিঠি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ২০:২৬ | আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২০:৩২

নিজেদের প্রতীকেই নির্বাচন করার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে ড. কামালের হোসেনের গণফোরাম।  আজ রবিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়।

এদিকে ধানের শীষ প্রতীক নিয়ে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধিত ৮ রাজনৈতিক দল।  আজ (১১ নভেম্বর) বিকেলে এই সিদ্ধান্তের কথা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, রবিবার দুপুরেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় ঐক্যফ্রন্ট।  তারও আগে দলটি ইসিকে জানায় কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে।  এ সময় আটটি দলের কথা উল্লেখ করেন তারা।

উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর (রবিবার) জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন।  এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)।  মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)।  প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।  প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর (শুক্রবার)।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ