আজকের শিরোনাম :

আ’লীগ সরকার চায় ৫১ শতাংশ তরুণ : কলরেডির জরিপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮, ১৬:২০ | আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৭:৩০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রীক নতুন ভোটারদের ভাবনা নিয়ে পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে, ৫১ দশমিক ৩ শতাংশ তরুণ ভোটার বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করতে চান।

গবেষণা ও কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডেভলপমেন্ট বিষয়ক অনিবন্ধিত প্রতিষ্ঠান ‘কলরেডি’র এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

আজ শনিবার সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ)’র সাগর-রুনি মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠানটি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ৩০ দশমিক ২ শতাংশ বর্তমান সরকারকে চায় না। ১৮ দশমিক ৫ শতাংশ এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

এছাড়া ৬৮ দশমিক ৩ শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডে সন্তুষ্ট। জরিপে অংশ নেয়াদের মধ্যে ৫৩ দশমিক ৫ শতাংশ মনে করেন আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।

সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন- অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট গবেষক ড. আবুল হাসনাৎ মিল্টন, এমবিবিএস, এমএসসি, পিএইচডি।

গবেষণার সম্পূর্ন ফলাফল:

গবেষণার ফলাফল নির্ধারণ করা হয়েছে, এক হাজার ১৮৬ জনের মতামতের ভিত্তিতে। যাদের বয়স ছিলো ১৮ থেকে ২৪ বছরের। এদিকে গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে ৮০ লাখ থেকে ১ কোটি তরুণ ভোটার রয়েছে।

জরিপ পরিচালিত হয়েছে রাজধানীর ১০টি বিশ্ববিদ্যালয় ও রাজধানীর বাইরের ১১টি বিশ্ববিদ্যালয়ে। মোট ১২টি জেলায় গবেষণা পরিচালিত হয়।

এরমধ্যে বরিশালে অংশ নেন ৬৪ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৮ দশমিক ৪ শতাংশ; পরিবর্তন চায় ৩৪ দশমিক ৪ শতাংশ।

চট্টগ্রামে অংশ নেন ২০২ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫৩ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক ৭ শতাংশ।

ঢাকাতে অংশ নেন ৩০৫ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৬ দশমিক ৬ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক ২ শতাংশ।

খুলনাতে অংশ নেন ৯৯ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫১ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ৩৮ দশমিক ৪ শতাংশ।

ময়মনসিংহে অংশ নেন ৯১ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৭২ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২০ দশমিক ৯ শতাংশ।

রংপুরে অংশ নেন ৯৯ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫০ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২৩ দশমিক ২ শতাংশ।

রাজশাহীতে অংশ নেন ১৭ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৩ দশমিক ৯ শতাংশ; পরিবর্তন চায় ৪৩ দশমিক ৯ শতাংশ।

সিলেটে অংশ নেন ৫৩ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৬২ দশমিক ৩ শতাংশ; পরিবর্তন চায় ১১ দশমিক ৩ শতাংশ।

অনুষ্ঠানে গবেষণা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গবেষক কাজী আহমেদ পারভেজ, ফ্যাকাল্টি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসএবং ইকরাম কবীর, ভাইস প্রেসিডেন্ট, রবি এক্সিয়েটা লিমিটেড ও কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ‘কলরেডি’ রচিফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম এবং গবেষণা প্রতিষ্ঠান এক্সডি সোশ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন।

 এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ