আজকের শিরোনাম :

নির্বাচনে স্টাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের থাকবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৮, ১৯:৫৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্টাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় ভাষণ শুরু হয়। ভাষণে তিনি প্রধান নির্বাচন কমিশন এই কথা বলেন।

শহর এলাকাগুলোর কয়েকটি কেন্দ্রে থাকছে ইভিএম, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার(৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা দেন। সিইসির এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

তিনি দেশবাসীকে দেয়া বক্তব্যে আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেয়া হবে আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ