আজকের শিরোনাম :

ইসির বৈঠক শেষ : ভোটের তারিখ চূড়ান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৮, ১৪:৪২

একাদশ সংসদ নির্বাচনের ভোটের দিনক্ষণ চূড়ান্ত করে কমিশন বৈঠক শেষ হয়েছে। দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ৪ নির্বাচন কমিশনার হাসিমুখে একসঙ্গে বেরিয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কক্ষ থেকে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সিইসির কক্ষে এ সভা হয়। তাতে ভোটের তারিখ চূড়ান্ত করা হয়।

সবার ঐক্যমতের ভিত্তিতে তফসিল চূড়ান্ত করে বৈঠক শেষ হলো কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী বলেন, ‘এভরিথিং ইজ ফাইন। জাস্ট ওয়েট।’

পরবর্তী সময়ে বিটিভি, বেতারের রেকর্ডিং টিম প্রবেশ করে সিইসির কক্ষে। যাবতীয় প্রস্তুতি শেষে ভাষণ রেকর্ডিংয়ের কাজ চলে। 

এ সময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ বিটিভি, বেতার ও পিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা অবস্থান করছেন।

সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৩০ অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণ-গণনা শুরু হয়েছে। তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এ জন্য গত ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে ইসি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ