আজকের শিরোনাম :

‘তফসিল পেছানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৮, ২০:১১

প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান সংলাপ থেকে ফলাফল না আসা পর্যন্ত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ সোমবার (৫ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে জোটের নেতারা এ অনুরোধ করেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা আ স ম রব।

এছাড়া বৈঠকে নির্বাচনে ইভিএম ব্যবহার না করা ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি। তবে সেনাবাহিনীর বিষয়ে তফসিল ঘোষণার পর আলোচনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন। 

এছাড়া তফসিল পেছানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই জানিয়ে ইসি সচিব বলেন, ‘৭ তারিখের সংলাপে নজর রেখে ৮ তারিখ সকালে পুনরায় নির্বাচন কমিশনাররা বৈঠকে বসবেন।’ 

বিকেল পৌনে ৪টায় নির্বাচন কমিশন সচিবালয়ে শুরু হওয়া বৈঠকে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের ৯ সদস্যের প্রতিনিধি দল। অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ৪ জন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ