আজকের শিরোনাম :

আক্রমণকারীদের গ্রেফতার ও ব্যারিস্টার মইনুলের মুক্তি দাবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ২১:২৭

পুলিশী হেফাজতে আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।  একই সাথে ব্যারিস্টার মইনুল হোসেনের অবিলম্বে মুক্তি দাবী করেন তিনি।

আজ গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে আজ রংপুর আদালতে গ্রেফতার অবস্থায় সরকার হাজিরা দিতে নিয়ে গেলে, সেখানে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের উৎশৃঙ্খল কর্মীবাহিনী তার উপর আক্রমণ ও শারিরিকভাবে লাঞ্চিত করে। পুলিশী হেফাজতে আদালতে তার উপর আক্রমণ ও অত্যন্ত গর্হিত ও ন্যাক্কারজনক কাজ। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাই। একই সাথে ব্যারিস্টার মইনুল হোসেনের অবিলম্বে মুক্তি দাবি করছি।

তরিকুল ইসলামের মৃত্যুতে শোক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান জননেতা, প্রগতিশীল রাজনৈতিক, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

এবিএন/এআর/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ