আজকের শিরোনাম :

রাজনীতিবিদদের কথায় কাজ করবেন না : সিইসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ১৩:১২

কোনো রাজনৈনিক দল ও রাজনীতিবিদদের কথা না শুনে জনগণের জন্য কর্মকর্তাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ রবিবার (২১ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ  এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।

কর্মকর্তাদের উদ্দেশ করে সিইসি বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবেন না। জনগণের চাওয়া বুঝে কাজ করতে হবে। ভোটকেন্দ্র স্থাপনের সময় ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারেন সে দিক বিবেচনা করে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনও দলীয়ভাবে হচ্ছে। এটা একটা ভালো দিক। রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আপনাদের সম্পর্ক তৈরি করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে।

সিইসি দেশের বিভিন্ন জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম প্রদর্শনের পর ইতিবাচক মূল্যায়ন পাওয়া গেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় উন্নয়ন মেলার মাধ্যমে বিভিন্ন জেলায় প্রদর্শনের পর এ ইতিবাচক মূল্যায়ন পাওয়া গেছে ।

তিনি বলেন, আগের ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে৷ ব্যালট বক্স রাত থেকে পাহারা দিতে হয়। ইভিএমে লাগে না। বরং ইভিমের মাধ্যমে নির্বাচনের ফলাফল দিনের মধ্যে আধুনিক পদ্ধতিতে প্রকাশ করা যায়।

এ সময় তিনি জানান, রাজনৈতিক দলগুলো সম্মত হলে নির্বাচনের আগে পুলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। এতে করে পুলিং এজেন্টরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন হবে।

এদিকে অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিতর্কিত ব্যক্তিকে ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

এ সময় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে ইটিআইয়ের পরিচালক মো. ফরহাদ হোসেন, উপপরিচালক মো. ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ