মাকে শ্রদ্ধা জানিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ১৮:২৩

বিজয়াদশমীতে মায়ের পায়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হতে চলছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। শুভ শক্তির জয়ের প্রত্যাশা জানিয়ে দেবীর কাছে ছিল প্রার্থনা। ছিল পুজোর আনন্দের রেশ আর বিদায়ের সুরও। আসছে বছর আবার হবে, এই প্রত্যাশায় এবার আনন্দের রেশটুকু থেকে যাবে আগামী সময়ের জন্য।
 
আনন্দ বাঁধনছাড়া। এ যেমন অশুভ শক্তি দমনের বিজয়, তেমনি ধরায় দেবী দুর্গাকে বিদায়ের আগে শেষ আনন্দ আয়োজনও। দেশের বারোয়ারি মন্ডপগুলো রাঙানো হয়েছে সিঁদুর রঙে। হিন্দু সম্প্রদায়ের কাছে সিঁদুরের শক্তি যে মহামায়ার কাছে থেকে পাওয়া। তার পায়েই নিবেদন।

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, এই দিনে মর্ত্য ছেড়ে কৈলাসে যাবেন দুর্গতিনাশিনী। দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে তাই পূজার শেষ আচার। পুরোহিতে কণ্ঠে পাঁচ দিনব্যাপী শারদীয় দেবীর বিদায়ী মন্ত্র। মহাশক্তির কাছে রোগ-শোক-জরা কাটিয়ে দেশের মঙ্গল কামনায় জানানো হয় প্রার্থনা।

আবারো বছর ঘুরে ফিরবেন অসুরদামিনী। আসছে বছর আবার হবে। অপেক্ষার প্রহর শুরু এখন থেকেই।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ