আজকের শিরোনাম :

অর্থ মন্ত্রণালয়ের একটি কক্ষে অগ্নিকাণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০১৮, ১৯:০৮

ঢাকা, ০৬ মে, এবিনিউজ : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৩১৬ নম্বর কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎ সংযোগ বোর্ডে আগুন ধরে যায়। এ সময় ওই রুমে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে ওই কক্ষে অফিস করেন।

আজ রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সচিবালয়ের ফায়ার সার্ভিসের ইউনিটের স্টেশন ম্যানেজার রেজাউল করিমের নেতৃত্বে তিন সদস্যদের একটি দলে ছুটে আসে। এর আগে দেয়ালে ঝুলানো অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন  নেভানো হয়।

ইতোমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান কক্ষটি পরিদর্শন করেছেন।

অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে বলেন, কক্ষটিতে সংস্কারের কাজ চলছিল। কর্মরত শ্রমিকরা কাজ করার সময় কোনোভাবে বৈদ্যুতিক সংযোগ বোর্ডে ধাতব কিছু লেগে গেলে তা থেকে আগুন লেগে যায়।

সংবাদ পেয়ে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের লোকজনও ছুটে আসেন। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, আমরা  আসার আগেই রুমে কর্মরতরা আগুন নিভিয়ে ফেলেন। মনে হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে এ ঘটনা ঘটেছে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ