আজকের শিরোনাম :

মহাষষ্ঠীতে বেলপূজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে আহ্বান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ১৬:৫৬ | আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:০০

মহাষষ্ঠীতে বেলপূজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে আহ্বান জানিয়েছেন বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা। তাদের ঢাক আর ঘণ্টার বাদ্যে উৎসব ছড়িয়ে পড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে। ধুপ-ধুনো আর মুখরোচকর নানা খাবারের গন্ধ এখন পাড়ায় পাড়ায়।

হিন্দু বিশ্বাস মতে, মানবের সব দুঃখ-কষ্ট আর অন্যায়-অনাচার রুখে দেবী দুর্গা সুখ আর শান্তি নিয়ে আসেন পৃথিবীতে।

ঢাক আর ঘন্টার বাদ্যি যেন মিশেছে মানুষের মনে। বেলগাছ তলায় ধুপ-ধুনো, অগ্নি- শত উপাচারে দেবীর আগমনে এখন মাতোয়ারা বাঙালি জনপদ। মহাষষ্ঠীর সকাল থেকেই মন্দিরগুলোতে পূজার ফুল, বেলপাতা, তুলসী, দূর্বা সাজিয়ে পুষ্পপত্র নিয়ে ভিড় করেন ভক্তরা। সনাতন ধর্মে, যুগে যুগে মুনি-ঋষিরা মহাশক্তিধর দুর্গাকে আহবান করেছেন অত্যাচারীর হাত থেকে মুক্তি পেতে।

তারা বিশ্বাস করেন, এই দিনে দেবী দুর্গা কৈলাশের দেবালয় থেকে পৃথিবীতে আসেন আশ্বিন মাসে শুল্কপক্ষের ষষ্ঠ দিনে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত রনজিৎ চক্রবর্তী বলেন, মায়ের কাছে প্রার্থনা করি তিনি যেভাবে যুগে যুগে সকল অশুভ শক্তিকে বিনাশ করেছেন এবারও যাতে মা পৃথিবীর সকলের মঙ্গল করেন।

রাজধানীসহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

ঢাকা সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ নাথ মজুমদার বলেন, অন্যান্য বারের মতো এবারও ঢাকায় সুশৃঙ্খলভাবে পূজা হবে। 

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ