আজকের শিরোনাম :

জাতীয় উন্নয়ন মেলা শুরু কাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৮, ১১:০৪

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সব জেলা, উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার (৪ অক্টোবর) শুরু হবে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮। ৩ দিনব্যাপী এ মেলা চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের সব জেলা, উপজেলা পর্যায়ে মেলার উদ্বোধন ঘোষণা করবেন।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ের কবরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান তথ্য জানান।

তিনি বলেন, এবারের মেলায় তরুণ প্রজন্মকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে নানা কর্মসূচি থাকবে।শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাড়ে ৯ বছরের সাফল্যের খন্ডচিত্র তুলে ধরা হবে। তিনি শিক্ষার্থীদেরকে মেলায় নিয়ে আসার জন্য জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

এবারে ঢাকা জেলা প্রশাসনের মেলা শেরেবাংলানগর আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে স্টল থাকবে ৩৩০টি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম, তথ্যসচিব এম এ মালেক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।
খবর বাসস

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ