আজকের শিরোনাম :

'পদ্মা সেতুর নামকরণ হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৭ | আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১১

পদ্মা সেতুর নামকরণ করা হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এই নামকরণের কথা চিন্তা করা হয়েছে।

আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন।

তিনি এসময় বলেন, পদ্মা সেতুর সার্বিক কাজের ৫৯ শতাংশ অগ্রগতি হয়েছে। আর মূল সেতুর ৭০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী পদ্মা সেতুর ৬০ শতাংশ কাজের অগ্রগতির ঘোষণা দেবেন এবং সেতুতে রেলওয়ে সংযোগ কাজের উদ্বোধন ঘোষণা করবেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ