আজকের শিরোনাম :

‘সাইবার ক্রাইম প্রতিরোধে শিগগিরই আলাদা ইউনিট গঠন’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৫

সাইবার ক্রাইম প্রতিরোধে বাংলাদেশ পুলিশ খুব শিগগিরই আলাদা ইউনিট গঠন করবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ভবিষ্যতে গুজব সৃষ্টি করে যাতে কেউ নাশকতার সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সারা পৃথিবীতে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী কাছে সবচেয়ে চ্যালেঞ্জ হলো সাইবার ওয়ার্ড। আমাদের কাছেও এটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছি, সেই সাথে সক্ষমতাও বৃদ্ধি করতেছি। যাতে কোন একটা বিষয়ে গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতির বিঘ্ন না ঘটাতে পারেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ