আজকের শিরোনাম :

‘ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৩ | আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৩

ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ। আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি আরো বলেন, আরপিও চূড়ান্ত না হলেও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

 সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, 'নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা কাজ করবে তাদেরকেও প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করবো। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অঞ্চলভিত্তিক হবে। সেটার জন্য যারা প্রশিক্ষণ দেবে তাদেরও প্রশিক্ষণের কাজ আমরা শুরু করেছি।' 

তিনি আরো বলেন, '৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশন উনারা সিদ্ধান্ত দিবেন, তবে ডিসেম্বর মাসকে ধরে রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি। বিগত আরপিও সংশোধনীর একটি প্রস্তাব আমরা আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ওই মন্ত্রণালয়ে ওনারা এটাকে মন্ত্রিসভায় উপস্থাপন করবে। মন্ত্রিসভায় যদি অনুমোদন হয় তবে পার্লামেন্টে যাবে। তবে আমরা কিন্তু এটা নিয়ে কোন তথ্য পাইনি। যদি আরপিও হয় তো ভাল, আর না হলে আমাদের সেভাবেই প্রস্তুতিও আমাদের আছে। আগের আরপিও দিয়েও আমারা সকল প্রস্তুতি পরিচালনা করবো।'

হেলালুদ্দীন আহমেদ বলেন, 'ইভিএম ব্যবহার করবে কী করবে না সে ব্যাপারে এখন কোন সিদ্ধান্ত হয়নি। আরপিও সংশোধন হলে নির্বাচন কমিশন তখন সিদ্ধান্ত গ্রহণ করবে। যদি এই সংসদে নাও হয়, তবে আমাদের অনেক স্থায়ী সংসদ নির্বাচনেও ব্যবহার করতে পারি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ