আজকের শিরোনাম :

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে অতিরিক্ত সচিবদের শ্রদ্ধা নিবেদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২১ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৭

নতুন করে পদোন্নতি পেয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতিরিক্ত সচিবদের (কৃষি ক্যাডার) একটি প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

গত শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তারা এই ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. মো. রেজাউল হক, এ কে এম মাহবুবুর রহমান জোয়ার্দার, ড. মো. সাইদুর রহমান সেলিম, ড. মো. ইউনুস আলী প্রামাণিক, ড. শেখ মো. রেজাউল ইসলাম।

এসময় ড. মো. রেজাউল হক এবিনিউজকে বলেন, শৈশবকাল থেকে আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে চলেছি। বঙ্গবন্ধু হচ্ছেন আমার জীবনের প্রেরণার উৎস, অন্যায়ের কাছে মাথা নত না করার সাহস।

তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীন বাংলাদেশ নামক একটি ভূখণ্ড পেয়েছি ও লাল সবুজের একটি মানচিত্র পেয়েছি। জাতির জনক দেশকে স্বাধীন করেছিলেন বলেই আমরা আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে আসীন হতে পেরেছি। বিশ্ব দরবারে আজ আমরা স্বাধীন জাতি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা অঙ্গিকারবদ্ধ।

এবিএন/দেবাশীষ/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ