আজকের শিরোনাম :

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৭ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬

বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলকে পৌঁছেছে দেশ। সোমবার সন্ধ্যায় দেশে ১১ হাজার ৫৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের তথ্য জানিয়েছেন। 

এর আগে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড তৈরি হয়েছিল গত ১৮ জুলাই। সে দিন উৎপাদিত হয়েছিল ১১ হাজার ৩৮৭ মেগাওয়াট বিদ্যুৎ।
পিডিবি জানিয়েছে, গতকাল বিদ্যুৎ উৎপাদনের এ লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করা লেগেছে। একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্রও চালু রাখতে হয়েছে। 

সাইফুল হাসান চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যায় দেশে যত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল তত মেগাওয়াট বিদ্যুতই উৎপাদিত হয়েছে। এ জন্য কোথাও কোনো লোডশেডিং হয়নি। 

উল্লেখ্য, গত বছর উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯ হাজার ৭০৫ মেগাওয়াট।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ