আজকের শিরোনাম :

আজই সংসদে উঠছে সড়ক পরিবহন আইন : সেতুমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৩

প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক পরিবহন আইন আজ বৃহস্পতিবারই সংসদে উঠছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও সড়ক পরিবহনের নতুন ভবনের কাজ পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, সড়ক পরিবহন আইনটি রবিবার জাতীয় সংসদে ওঠার কথা আমি বলেছিলাম। কিন্তু, প্রধানমন্ত্রী আমাকে ও আইনমন্ত্রীকে ডেকে আলাপ আলোচনা করে বলেছেন, যেহেতু রেডি আছে তা হলে দেরি কেন? আজই যেন উত্থাপন করা হয়। কাজেই আমি আইনটি আজই সংসদে উত্থাপন করবো। আশা করি এ অধিবেশনের শেষের দিকে আইনটি পাস হবে।

নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জাতিসংঘে বৈঠক কোনো প্রভাব ফেলবে কিনা, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তারা তো এখন একেবারেই নালিশ পার্টি, বাংলাদেশ নালিশ পার্টি। এটা একেবারেই যথার্থ, এটা তারা বার বার প্রমাণ করেছে। 

পৃথিবীর কোথাও কোনো রাজৈনতিক সংকট থাকলে জাতিসংঘ ডাকে, এখানে তো কিছু হয়নি। তারা এমনভাবে নালিশ শুরু করেছে। নালিশে নালিশে বিরক্ত হয়ে জাতিসংঘ হয়তো বা তাদের ডেকেছে। তাদের কাছে জানতে চেয়েছে আসলে অভিযোগটা কী? এটা জাতিসংঘ করতেই পারে। এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। তবে আমরা আমাদের সংবিধানের বাইরে কারও চাপের কাছে নতি স্বীকার করব না। সংবিধান সম্মতভাবেই নির্বাচন হবে।

বিএনপির আন্দোলনের ডাকের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, তারা এমন আন্দোলন করবে যাতে নৌকা ভেসে চলে যায়। নৌকা তো ভেসেই আছে। এটা তো ডুবন্ত সাবমেরিন নয়, যে ডুবে আছে ভেসে যাবে। নৌকা ভাসতে ভাসতে আগামী বিজয়ের মাসে বিজয়ের পতাকা নিয়ে ভিড়বে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ