আজকের শিরোনাম :

দেশের সব বিমান বন্দরের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে : প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়ক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরসহ দেশের সব বিমান বন্দরের উন্নয়নে পরিকল্পনা, বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। একই সাথে নতুন নতুন মডেলের বিমানও আমদানি করছে।

প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য শিবলী সাদিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, সৈয়দপুরকে অভ্যন্তরীণ বিমান বন্দর হিসেবে উন্নয়ন করতে হলে রানওয়েকে ৬ হাজার থেকে ৯ হাজার ফিট করতে হবে। সরকার সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণসহ ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বলেন, ইতোমধ্যে নতুন বিমান কেনা হয়েছে এবং আগামী মাসে আরো একটি নতুন মডেলের বিমান আসবে। বাসস। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ