আজকের শিরোনাম :

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে সরকারের নতুন পরিকল্পনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৭ | আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৯

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ জন্য একটি  গুজব শনাক্তকরণ ও নিরসন কেন্দ্র গঠন হচ্ছে। চলতি মাসের শেষের দিকে এটি গঠন করা হবে। 

আজ বুধবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য জানান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর ৩ ঘণ্টার মধ্যে গণমাধ্যমকে জানানো হবে। এ জন্য গুজব সনাক্তকরণ ও নিরসন কেন্দ্র কাজ করবে। প্রতিটি টিম ৭ জনের তিন শিফটে কাজ করবে।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যম একটা গুজবের কারখানা হয়ে যায়। এ মাধ্যমের প্রতি আসক্তের কারণে একটি প্রজন্ম যাই আসুক সত্য বলে ধরে নেয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তথ্য মন্ত্রণালয়ের পিআইডিতে, প্রয়োজন হলে নিমকোতে বেশ কিছু তরুণ লোকবল আছে, তাদেরকে ইনক্লুড করে একটি টিম করবো, যারা ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় নজরদারি করবে।

ওই টিমের কাজ হবে সোশ্যাল মিডিয়াতে যে সংবাদগুলো গুজব সেগুলো চিহ্নিত করা এবং সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেল, রেডিও এবং সব সংবাদমাধ্যমে ৩ ঘণ্টার মধ্যে লিখিতভাবে স্বপ্রণোদিত হয়ে পিআইডি থেকে প্রেসনোট যাবে- এ সংবাদগুলো গুজব, ভিত্তিহীন এবং অসত্য।

তারানা হালিম বলেন, বিএনপি-জামায়াতের লন্ডনভিত্তিক একটি সেল আছে এবং তিনশরও বেশি পেজ কিন্তু জামায়াতের, তারা খুব অ্যাক্টিভ এবং প্রবলভাবে স্পন্সরড তাদের পেজগুলো।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগেও কিন্তু এই প্রবণতাটা বেড়ে যাবে, মিথ্যা, অসত্য গুজব- এই প্রচারণা। কাজেই বাকরোধ বা কণ্ঠরোধ করা নয়, আমাদের দায়িত্ব হচ্ছে কোনটি অসত্য সেটি তুলে ধরা। সে কাজ করার জন্য সেলটি গঠন করা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সাফ ফুটবল সম্প্রচার করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ টুর্নামেন্টের খেলা সম্প্রচার করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন যে কোনো সম্প্রচারের সক্ষমতা অর্জন করেছে। এ কারণে দেশের সবগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এ স্যাটেলাইটের সেবা নিতে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে।

তিনি জানান, বিটিভি প্রতিবছর স্যাটেলাইট ফি দিত ৬ কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাওয়ায় এ টাকা এখন সাশ্রয় হবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ