আজকের শিরোনাম :

চাঁদ দেখা যায়নি: রোজা শুরু শুক্রবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৮, ১৯:৫৫ | আপডেট : ১৭ মে ২০১৮, ০২:৩১

ঢাকা, ১৬ মে, এবিনিউজ : বুধবার দেশের  আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা আগামী শুক্রবার থেকে রোজা রাখা শুরু করবেন এবং আগামী ১২ জুন মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালন করবেন। 

বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ সিদ্ধান্ত জানান।
 
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, আজ বুধবার বাংলাদেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শুক্রবার থেকে রোজা শুরু হবে।
 
অর্থাৎ, বৃহস্পতিবার রাতে (এশার নামাজের পর) ২০ রাকাত বিশিষ্ট তারাবি নামাজ শুরু হবে। রোজা রাখতে শেষ রাতে সেহরি খাবেন মুসলমানরা। ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় রাত ৩টা ৪৬ মিনিট। শুক্রবার প্রথম রোজার দিন ইফতারের সময় ৬টা ৩৮ মিনিট।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ