চাঁদপুরের শতাধিক গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৮, ০৯:৫৩ | আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১২:০৫

চাঁদপুর, ২১ আগস্ট, এবিনিউজ : চাঁদপুরের শতাধিক গ্রামে মঙ্গলবার (২১ আগস্ট) ঈদ উল আযহা উদযাপন করা হচ্ছে। আরব বিশ্ব তথা সৌদি আরবের সাথে মিল রেখে ১৯৩২ সাল থেকে দেশে এই রীতির প্রচলন করেন হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়ক‚ল পশ্চিম ইউনিয়নের সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মরহুম পীর হযরত মাওলানা ইসহাক (রহ.)।

সাদ্রা এলাকার সমেসপুর ঈদগাঁ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া আশপাশের গ্রামগুলোতেও বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সবাই পশু কোরবানি করেন। ঈদ উপলক্ষে সাদ্রা ছাড়াও বিভিন্ন স্থানে মেলা বসেছে।

চাঁদপুরের মধ্যে সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, জাকনী, প্রতাবপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়াসহ শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের অংশসহ জেলার মধ্যে প্রায় দেড়‘শ গ্রামে আজ ঈদ উদযাপন হচ্ছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ