আজকের শিরোনাম :

৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি : ডিএমপি কমিশনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৮, ১৫:২৩

ঢাকা, ২০ আগস্ট, এবিনিউজ : ঢাকা মেট্রেপলিট্রন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও বিশেষ পরিস্থিতি বিবেচনায় রেখে জাতীয় ঈদগাহে সুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি।

আজ ২০ আগস্ট (সোমবার) ঈদগাহ পরিদর্শন করে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড় রাজধানীর নিরাপত্তায় ১৪ হাজার পুলিশ থাকবে।

এদিকে, নিরাপত্তার স্বার্থে ঈদ জামাতে ধাতব বস্তু নিয়ে প্রবেশ না করার আহ্বান জানিয়েছে ডিএমপি। একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

ইতিমধ্যে ঈদ জামাত আয়োজনে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দেশের প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহে বুধবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ