আজকের শিরোনাম :

ঈদযাত্রা : ট্রেন ছাড়ছে বিলম্বে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ১২:১১

ঢাকা, ১৯ আগস্ট, এবিনিউজ : ঈদ উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ। আজ রবিবার ঈদ উপলক্ষে যারা তৃতীয় দিনের অগ্রিম টিকিট কিনেছিলেন, তাদের যাত্রার তারিখ। 

আজ রবিবার সকালে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর স্টেশন থেকে। এর মধ্যে বেশিরভাগ ট্রেনই এক থেকে দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। কয়েকটি ট্রেন অবশ্য সময়মতোই ছেড়ে গেছে।

সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, অন্য দুদিনের চেয়ে আজকে যাত্রীর সংখ্যা বেশি। একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছানোমাত্রই হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেনে উঠছে। 

কমলাপুর রেলস্টেশনে যাত্রীরা অভিযোগ করেছেন, তাদের ট্রেন দেরিতে আসছে। 

জানা গেছে, দিনাজপুরের চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলেও ১০টা পর্যন্ত স্টেশনে দাঁড়ানো ছিল। রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সোয়া ১০টা পর্যন্ত সেটি স্টেশনেই প্রবেশ করেনি।

এর আগে দিনের প্রথম আন্তঃনগর ট্রেন রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় দেড় ঘণ্টা দেরিতে। খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে গেছে সকাল ৮টা ৫০ মিনিটে।

এদিকে লালমনিরহাটগামী ঈদ স্পেশাল ট্রেনটি সকাল সোয়া ৯টায় কমলাপুর ছাড়ার কথা থাকলেও সেটি সোয়া ১০টা পর্যন্ত স্টেশনে আসেনি। যথারীতি এক ঘণ্টা থেকে পৌনে দুই ঘণ্টা দেরি করেছে রংপুর এক্সপ্রেস ও দিনাজপুর অভিমুখী একতা এক্সপ্রেস।

এ বিষয়ে কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার শীতাংশু চক্রবর্তী জানান, সার্বিক অবস্থা মোটামুটি ভালো। সকাল থেকেই মোটামুটি ঠিক সময়েই ট্রেনগুলো রওনা দিতে পারছে। স্বতঃস্ফূর্তভাবেই যাত্রীরা যাত্রা করছেন। এবার যেভাবে সুশৃঙ্খলভাবে যাত্রীরা টিকিট কিনেছেন, ঠিক সেভাবেই সুশৃঙ্খলভাবে ট্রেনে চড়ছেন তারা।

রবিবার সকাল ৯টা পর্যন্ত ১২টি ট্রেন বিভিন্ন গন্তব্যের জন্য স্টেশন ছেড়ে গেছে উল্লেখ করে স্টেশন ম্যানেজার বলেন, শুধু ধূমকেতু ও সুন্দরবনের রওনা দিতে একটু দেরি হয়েছে। বাকি সবগুলো মোটামুটি সময়মতো যাচ্ছে আসছে।

২২ আগস্ট বুধবার সারা দেশে একযোগে ঈদুল আজহা উদযাপিত হবে। ২১ আগস্ট পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ