আজকের শিরোনাম :

মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অন্যসব কোটা বাতিল হচ্ছে: নাসিম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ২০:২৯ | আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২০:৩০

ঢাকা, ১৮ আগস্ট, এবিনিউজ : দেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ছাড়া বাকি সব কোটা বাতিল হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

আজ শনিবার (১৮ আগস্ট ২০১৮) বিকেল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ভবনে জাতীয় শোকদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের কথা শুনেছেন। এক পর্যায়ে তিনি বলেছেন, কোটা থাকবে না। যেহেতু সাংবিধানিক ব্যাপার। একটি সিস্টেমের মধ্যে মীমাংসা করতে চান। তাই কোটা বাতিল নিয়ে কমিটি করে দিয়েছেন তিনি। কমিটি প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের জন্য গঠিত কমিটির প্রতিবেদনেও মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কোটা ছাড়া অন্যসব কোটা বাতিল করার সুপারিশ করা হয়েছে।

সরকারি নিয়োগেকোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। ওই কমিটি গত ১৩ আগস্ট তাদের প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ