আজকের শিরোনাম :

ঢাকায় ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৮, ১৭:২৮

ঢাকা, ১৫ আগস্ট, এবিনিউজ : ঢাকায় অবস্থানরত ভারতীয়রা বুধবার উদযাপন করেছেন নিজ দেশের ৭২তম স্বাধীনতা দিবস। আজ বুধবার (১৫ আগস্ট) সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ভারত।

বুধবার সকাল ৯টায় ঢাকার বারিধারায় ভারতীয় হাই কমিশনের নতুন চান্সেরি কমপ্লেক্সে ভারতের পতাকা উত্তোলন করেন হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা। পরে তিনি দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট দেওয়া একটি বার্তাও পড়ে শোনান।

বুধবার (১৫ আগস্ট) সকালে ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের চান্সেরি কমপ্লেক্সে ভারতের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির অানুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

পতাকা উত্তোলনের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট রামা কোবিন্দের বার্তা পাঠ করেন তিনি। এরপর ভারতীয় শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়ে থাকে। সে কারণে ঢাকার ভারতীয় হাইকমিশন প্রতি বছর সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন করে।

উক্ত অনুষ্ঠানে ৬০০জনের অধিক ভারতীয় নাগরিকবৃন্দ এবং হাই কমিশনের কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ