আজকের শিরোনাম :

মুক্তিযুদ্ধ প্রতিদিন : ১০ এপ্রিল, ১৯৭১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ২১:০৯

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে ‌'মুক্তিযুদ্ধ প্রতিদিন' নামের এই আয়োজন।

এবিনিউজ টোয়েন্টিফোর ডট কম পাঠকদের জন্য মুক্তিযুদ্ধের আজকের দিনে (১০ এপ্রিল) ঘটে যাওয়া কিছু ঘটনার বিবরণ তুলে ধরা হল।

-আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিল বাংলাদেশ।
সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র; তৃতীয় খন্ড, পৃ ৪-৫

-আইন বলবৎকরণ আদেশ জারি করলেন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
সূত্র: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র: তৃতীয় খন্ড, পৃ ৬

-আগরতলায় নির্বাসিত অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হবার পর মুক্তিবাহিনীর অবকাঠামোর কথা ঘোষণা করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এই ভাষণে তিনি কর্নেল এম এ জি ওসমানীকে বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এবং মেজর সফিউল্লাহ, মেজর জিয়া, মেজর খালেদ ও মেজর আবু ওসমান চৌধুরীর নাম আঞ্চলিক কমান্ডার হিসেবে ঘোষণা করলেন।
সূত্র: মুক্তিযুদ্ধে বাংলাদেশ, কে এম সফিউল্লাহ্, পৃ-১১০

-বঙ্গবন্ধু যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রস্তুতি সম্পন্ন করেছিলেন সে বিষয়টি তুলে ধরে প্রথম পৃষ্ঠায় প্রতিবেদন ছাপল দৈনিক পাকিস্তান। শিরোনাম-শেখ মুজিব স্বাধীন ‘বাংলাদেশ’ প্রতিষ্ঠার পূর্ব প্রস্তুতি নিয়েছিলেন।
সূত্র: দৈনিক পাকিস্তান

-দিনাজপুর শহর থেকে দশ মাইল দূরের টি জংশনে মুক্তিসেনাদের অবস্থানের ওপর ট্যাংক ও আর্টিলারি নিয়ে হামলা চালাল পাকবাহিনী। এ সংঘর্ষে পাকিস্তানিদের অনেকে হতাহত হলো। বাঙালি সেনারাও হতাহত হলেন। টি জংশন দখল করে নিল পাকসেনারা।
সূত্র: লক্ষ প্রাণের বিনিময়ে, রফিকুল ইসলাম, পৃ-২৩২-২৩৩

-‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি উঠে রণি’-গানটি প্রথম আকাশবাণী কলকাতার সংবাদ পরিক্রমায় প্রচার করা হলো। গানের কথা লিখেছেন-গৌরীপ্রসন্ন মজুমদার; শিল্পী-অংশুমান রায়।
সূত্র: একাত্তরের ১০ মাস, রবীন্দ্রনাথ ত্রিবেদী।

-ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশন থেকে বেতার ট্রান্সমিটার অপসারণের নির্দেশ দিল সামরিক কর্তৃপক্ষ।
সূত্র: দৈনিক পাকিস্তান

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ